ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অফার টুডে :

২৫ হাজার টাকায় নেটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১১
২৫ হাজার টাকায় নেটবুক

অ্যাসার ব্র্যান্ডের বিখ্যাত নেটবুক অ্যাস্পায়ার ওয়ানের নতুন মডেল অ্যাস্পায়ার ওয়ান ডি২৫৫ এখন দেশে পাওয়া যাচ্ছে। ইটিএল সূত্র এ তথ্য জানিয়েছে।

ইন্টেল অ্যাটম এন৫৫০ ১.৫ গিগাহার্টজ গতির প্রসেসর দিয়ে আসা এ নেটবুকটি এসেছে জেট ব্ল্যাক ও কপার কালারে। বৈশিষ্ট্যের মধ্যে আছে ১০.১ ইঞ্চি স্ক্রিন, ১ জিবি র‌্যাম, ২৫০ জিবি হার্ডডিস্ক, ইন্টেল গ্রাফিক্স মিডিয়া অ্যাক্সিলেটর ৩১৫০ গ্রাফিক্সযুক্ত এ নেটবুকের নাম ‘ইন্টাননেট কম্পেনিয়ান’।

দ্রুত গতিসম্পন্ন নেট ব্রাইজিংয়ের জন্য বিশেষভাবে তৈরি এ নেটবুকে আরও আছে ১.৩ মেগাপিক্সেল ওয়েবক্যাম, বিল্টইন স্পিকার, ব্লুটুথ, ওয়াইফাই এবং কার্ড রিডার ব্যবহারের সুবিধা।

উইন্ডোজ ৭ স্টার্টার সংস্করণে আসা ইটিএল এর ‘হিট ফর দি ম্যাক্সিমাম’ অফারে এ নেটবুকের সঙ্গে ক্রেতারা পাবেন একটি বাংলালায়ন ওয়াইম্যাক্স মডেমসহ বিনামূল্যে ১ মাসের ইন্টারনেট সংযোগ।

এ মুহূর্তে দাম ২৫ হাজার ৮০০ টাকা। অনুসন্ধানে: ইটিএল। হ্যালো: ০১৯১৯ ২২২ ২২২।

বাংলাদেশ সময় ১৬০৮, এপ্রিল ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।