ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গেমিং ল্যাপটপ ‘ডেল ৭৪৪৭’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, মার্চ ২, ২০১৫
গেমিং ল্যাপটপ ‘ডেল ৭৪৪৭’

ডেল ব্র্যান্ডের ৭৪৪৭ মডেলের ল্যাপটপ এসেছে দেশের বাজারে। গেমপ্রেমীদের জন্য নতুন এ মডেলটি পরিবেশন করছে কম্পিউটার সোর্স।

ইন্সপায়রন সিরিজের এ মডেলটির পর্দার আকার ১৪ ইঞ্চি।

উচ্চ রেজ্যুলেশনের এই পর্দা ‘এন্টিগ্লেয়ার’ হওয়ায় এতে বাইরের কোনো ছায়া প্রতিফলিত হয় না। আর এর সাবওফার সহ ২টি স্পিকার দেয় দুর্দান্ত শব্দানুভূতি।

চতুর্থ প্রজন্মের এই ল্যাপটপে যুক্ত অন্যান্য বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এইচ সিরিজের ৩.৫ গিগাহার্জ গতির কোর আই৫ প্রসেসর, ৫০০ জিবি সাটা হার্ডডিস্ক এবং ৪জিবি এনভিডিয়া জিফোর্স ডিডিআর-থ্রি গ্রাফিক্স যা গেমারদের দেবে দুর্দান্ত অভিজ্ঞতা।

চাইলে এর ৪জিবি ৠাম ১৬জিবি পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন হার্ডকোর গেমাররা। এছাড়া আছে এইচডি ওয়েবক্যাম, এইচডিএমআই, ডিভিডি ড্রাইভ, ব্লু-টুথ ৪.০, ইউএসবি ২.০ ও ৩.০ পোর্ট এবং সিকিউরিটি লক।

এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ডেল ৭৪৪৭ আলটিমেট গেমিং ল্যাপটপটির সঙ্গে রয়েছে অরিজিনাল ক্যারিকেস।

পণ্যটির বাজারমূল্য ৭৪ হাজার ২০০ টাকা। সরাসরি জানতে: ০১৭৩০ ৩৩৪ ১৬৩।
 
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।