ঢাকা: বার্সেলোনায় চলমান বিশ্বের টেলিকম খাতের সবচেয়ে বড় সম্মেলন জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে একমাত্র বাংলাদেশি কোম্পানি ও বেসিস সদস্য কোম্পানি হিসেবে অংশ নিয়েছে রিভ সিস্টেমস।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাদের স্টল পরিদর্শন করেন।
মঙ্গলবার বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে জিএসএমএ মোবাইল কংগ্রেসে অংশ নেওয়া প্রতিষ্ঠান রিভ সিস্টেমকে অভিনন্দন জানান। বিশ্বব্যাপী এ ধরনের তথ্যপ্রযুক্তি মেলা ও কংগ্রেসে অংশগ্রহণের জন্য ভূয়সী প্রশংসা করেন।
রিভ সিস্টেমস এর মতো বাংলাদেশের সম্ভাবনাময় আইটি কোম্পানিগুলোও যাতে এসব মেলায় অংশ নেয় সে ব্যাপারে বেসিসকে উদ্যোগ নেওয়ার কথা বলেন।
উল্লেখ্য, রিভ সিস্টেম আইপি টেলিফোন সেবায় বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বের ৮০টি দেশে আড়াই হাজারের অধিক সেবাদাতা প্রতিষ্ঠানকে আইপি টেলিফোন সেবা দিয়ে আসছে। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে জিএসএমএস মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণ করে আসছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫