ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মোবাইল কংগ্রেসে রিভ সিস্টেমের স্টলে আইসিটি প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
মোবাইল কংগ্রেসে রিভ সিস্টেমের স্টলে আইসিটি প্রতিমন্ত্রী

ঢাকা:  বার্সেলোনায় চলমান বিশ্বের টেলিকম খাতের সবচেয়ে বড় সম্মেলন জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে একমাত্র বাংলাদেশি কোম্পানি ও বেসিস সদস্য কোম্পানি হিসেবে অংশ নিয়েছে রিভ সিস্টেমস।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাদের স্টল পরিদর্শন করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এমপি, বেসিস এর জ্যেষ্ঠ সহ-সভাপতি রাসেল টি আহমেদ, রিভ সিস্টেমস এর প্রধান নির্বাহী কর্মকর্তা এম রেজাউল হাসান, অ্যামটবের মহাসচিব টি আইএম নুরুল কবির, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মাহমুদ হোসেন, রবি’র চিফ কর্পোরেট ও পিপলস অ্যাফেয়ার্স অফিসার মতিউল ইসলাম নওশাদ।  

মঙ্গলবার বেসিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে জিএসএমএ মোবাইল কংগ্রেসে অংশ নেওয়া প্রতিষ্ঠান রিভ সিস্টেমকে অভিনন্দন জানান। বিশ্বব্যাপী এ ধরনের তথ্যপ্রযুক্তি মেলা ও কংগ্রেসে অংশগ্রহণের জন্য ভূয়সী প্রশংসা করেন।

রিভ সিস্টেমস এর মতো বাংলাদেশের সম্ভাবনাময় আইটি কোম্পানিগুলোও যাতে এসব মেলায় অংশ নেয় সে ব্যাপারে বেসিসকে উদ্যোগ নেওয়ার কথা বলেন।

উল্লেখ্য, রিভ সিস্টেম আইপি টেলিফোন সেবায় বাংলাদেশসহ বিশ্বের ৮টি দেশের শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি বিশ্বের ৮০টি দেশে আড়াই হাজারের অধিক সেবাদাতা প্রতিষ্ঠানকে আইপি টেলিফোন সেবা দিয়ে আসছে। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে জিএসএমএস মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে অংশগ্রহণ করে আসছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ২২০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।