স্পেনের বার্সেলোনায় ২ মার্চ থেকে শুরু হয়েছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি)। প্রযুক্তিপণ্যের বিশাল এই আসরে সফটওয়্যার জায়ান্ট এনেছে নতুন দুটি লুমিয়া।
বাংলাদেশে মাইক্রোসফট সূত্র মতে, এপ্রিল থেকে দেশের বাজারে পাওয়া যাবে থ্রিজি সুবিধার লুমিয়া ৬৪০ এক্সএল।
বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে ভাল অবস্থানে থাকতে মাইক্রোসফট বিভিন্ন মূল্যের উদ্ভাবনী স্মার্টফোন নিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় উভয় লুমিয়ারই প্রতিটি অংশে পর্যাপ্ত বৈশিষ্ট্য সমন্বয় করা হয়েছে। যাতে ব্যবহারকারী যেকোনো স্থানে নমনীয় এবং স্বাধীনভাবে কাজ করতে পারে।
মাইক্রোসফট ফোন বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট জো হারলো বার্সেলোনায় এই ইভেন্টে পণ্যদুটি উন্মোচনকালে বলেন, সাশ্রয়ী ফোন তৈরিতে কাজ করছে মাইক্রোসফট। সে অনুযায়ী তৈরি করা হয়েছে লুমিয়া ৬৪০ ও লুমিয়া ৬৪০ এক্সএল। জো বলেন, আমরা মানুষের কাছে উদ্ভাবনী পণ্য পৌঁছে দিতে চাই। তুলনামূলকভাবে উন্নত হার্ডওয়্যার ও উদ্ভাবনী সফটওয়্যার দিয়েছি এগুলোতে যাতে যেকোন সময় যেকোন ক্ষেত্রে সুবিধা দিতে সক্ষম হয়।
অন্যান্য তথ্য মতে, পণ্য দুটিতে মাইক্রোসফটের সেবাসমূহ অর্ন্তভুক্ত করা হয়েছে। ব্যবহারকারীরা এর মাধ্যমে খুব সহজে দ্রুত গুরুত্বপূর্ণ ডকুমেন্টে বা জনপ্রিয় ওয়েবসাইটে প্রবেশ, অ্যাপস এবং গেমস উপভোগ করতে পারবে। এগুলোতে ১.২ গিগাহার্টজ ক্ষমতাসম্পন্ন কোয়ালকম® স্ন্যাপড্রাগন কোয়াড কোর প্রসেসর, এক জিবি ৠাম আছে।
লুমিয়া ৬৪০ এর পর্দা ৫ ইঞ্চি এবং এক্সএল‘এ রয়েছে ৫.৭ ইঞ্চি মাপের ডিসপ্লে যা দিয়ে হাই ডেফিনেশন ছবি এবং ভিডিও দেখা যাবে।
দুটি মডেলে যথাক্রমে ২৫০০ ও ৩০০০ মিলি অ্যাম্পিয়ারের দীর্ঘস্থায়ী ব্যাটারি রয়েছে।
লুমিয়া ৬৪০’এ ৮ এমপি ও এক্সএল‘এ ১৩ মেগাপিক্সেলের জেসিস অপটিক্স ক্যামেরা যা স্বল্প আলোতেও ব্যবহারযোগ্য। উভয় পণ্যেই এলইডি ফ্ল্যাশ, স্কাইপ ভিডিও কলের জন্য আছে ফ্রন্ট ক্যামেরা।
উইন্ডোজ ফোনের আধুনিক ভার্সন ৮.১ এবং লুমিয়া ডেনিম আপডেট, ওয়ান-সোয়াপ অ্যাকশন সেন্টার, ওয়ার্ড ফ্লো, লাইভ ফোল্ডার সুবিধাগুলো থাকছে মডেলগুলোতে।
উল্লেখ্য, ডুয়েল সিম সমর্থিত হ্যান্ডসেটে প্রথমবারের মতো এলটিই সুবিধা পাওয়া যাবে পাশাপাশি স্মার্ট ডুয়েল সিম ফিচারটি থাকায় কোন কলই আর মিস করতে হবেনা ব্যবহারকারীদের।
পণ্য দুটিতে এক বছরের অফিস ৩৬৫ (ওয়ার্ড, এক্সএল, পাওয়ার পয়েন্ট, আউটলুক এবং ওয়াননোট) সাবসক্রিপশন থাকেছে ফলে এক টেরাবাইট ওয়ানড্রাইভ স্টোরেজ এবং প্রতিমাসে ৬০ মিনিট ফ্রি স্কাইপ কলিং সুবিধা মিলবে।
মার্চ থেকে লুমিয়া ৬৪০ এক্সএল বিশ্বের বিভিন্ন দেশে বিক্রি শুরু হবে যা ম্যাট সিয়ান, ওরেঞ্জ, ব্ল্যাক ম্যাট ও গ্লসি হোয়াইট কালারে আসছে।
আর এপ্রিলে আসবে লুমিয়া ৬৪০ এটি গ্লসি সিয়ান, ওরেঞ্জ, হোয়াইট এবং ম্যাট ব্ল্যাক কালারে পাওয়া যাবে। দুটিরই থাকছে এক সিম ও দুই সিম’র এলটিই সংস্করণ।
অবশ্য, লুমিয়া ৬৪০ এক্সএল থ্রিজি উপযোগী এক সিমেও পাওয়া যাবে।
ট্যাক্স ও অন্যান্য খরচ বাদে লুমিয়া ৬৪০ থ্রিজি মডেল ১৩৯ ইউরো এবং এলটিই মডেল হবে ১৫৯ ইউরো। অপরদিকে লুমিয়া ৬৪০ এক্সএল থ্রিজি মডেল ১৮৯ ইউরো (এক ইউরো সমান টাকায় ৮৬.৮৪) এবং এলটিই মডেলের দাম পড়বে ২১৯ ইউরো।
বাংলাদেশ সময়: ১৯৪৯ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫