ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

জিএসএমএ চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড পেলেন আজিয়াটা’র প্রেসিডেন্ট

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
জিএসএমএ চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড পেলেন আজিয়াটা’র প্রেসিডেন্ট ছবি : সংগৃহীত

ঢাকা: বিশ্বে টেলিযোগাযোগ শিল্পের অগ্রগতি ও প্রবৃদ্ধি বৃদ্ধিতে অবদানের জন্য ২০১৫ সালের জিএসএমএ চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড অর্জন করেছেন মালয়েশিয়ার অন্যতম শীর্ষ টেলিযোগাযোগ গ্রুপ আজিয়াটা বারহাদের প্রেসিডেন্ট ও গ্রুপ সিইও জামালউদ্দিন ইব্রাহিম।

আজিয়াটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের মূল কোম্পানি।



স্পেনে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ১৯৯৬ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার প্রদান করা হয়। ২০১৫ সালের পুরস্কার ৩ মার্চ স্পেনের বার্সেলোনায় হস্তান্তর করা হয়। রবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জামালউদ্দিনকে পুরস্কার দেওয়ার সময় জিএসএমএ’র চেয়ারম্যান ফ্রেডরিক বাকসাস বলেন, চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড অর্জন করায় জিএসএমএ’র পক্ষ থেকে জামালকে অভিনন্দন। অ্যাওয়ার্ডটি জামালের অসাধারণ নেতৃত্ব, প্রতিশ্রুতি রক্ষা এবং এশিয়াজুড়ে মোবাইল যোগাযোগকে এগিয়ে নেওয়া, বিশেষ করে ওই অঞ্চলে মোবাইল ব্রডব্যান্ডের প্রসারে আজিয়াটার ভূমিকারই স্বীকৃতি।

এছাড়া অন্যান্য অনেক কোম্পানির মত জিএসএম’র বিভিন্ন কর্মসূচি যেমন: মোবাইলের জন্য পরিবেশবান্ধব বিদ্যুৎ, নারীর অংশগ্রহণ, এম-হেলথ ও মোবাইল কানেক্টে আজিয়াটার প্রতিনিয়ত সহযোগিতার স্বীকৃতিও এই অ্যাওয়ার্ড। জিএসএমএ বোর্ডে জামালের অবস্থান ও সংস্থাটির ডেপুটি চেয়ারের ভূমিকাটিও বিবেচনায় আনা হয়েছে।

জামালউদ্দিন বলেন, মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেয়ে আমি গর্বিত। আজিয়াটা ডিজিটাল বিশ্বে সবসময় প্রতিকূল পরিস্থিতি জয় করে, পরিবর্তনের সাথে দ্রুত খাপ খাইয়ে এবং অগ্রগতি ধরে রাখতে ব্যবসায়িক মডেলের উন্নয়নের দিকে নজর দিয়ে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘এশিয়াকে এগিয়ে নাও’ পদক্ষেপের মাধ্যমে আমরা যেসব দেশে কার্যক্রম পরিচালনা করি সে সব দেশের উন্নয়নের অংশীদার হয়ে এবং সেখানকার মানুষের জীবনযাত্রায় বৈচিত্র্য এনে আমরা দায়িত্বশীল কর্পোরেট সিটিজেনের ভূমিকা পালন করছি।

জামালউদ্দিনের নেতৃত্বে এশিয়ার বৃহত্তম মোবাইল নেটওয়ার্কে পরিণত হয়েছে আজিয়াটা। আটটি দেশে কার্যক্রম পরিচালনা করছে আজিয়াটা এবং এর গ্রাহক সংখ্যা ২৫ কোটিরও বেশি। আজিয়াটা গ্রুপের রাজস্ব প্রায় দ্বিগুণের বেশি হয়ে ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলারে এবং আইপিও’র পর থেকে মার্কেট ক্যাপিটালাইজেশন দ্বিগুণ হয়ে ১৮ দশমিক ৭ বিলিয়নে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।