ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

খুলনা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ৫, ২০১৫
খুলনা বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু শুক্রবার

খুলনা: বিভাগীয় পর্যায়ে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা খুলনা জিলা স্কুলে শুরু হবে শুক্রবার (৬ মার্চ)। চলবে রোববার (৮ মার্চ) পর্যন্ত।

 

শুক্রবার বিকেল সাড়ে ৩টায় প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।
 
খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত এ মেলায় সভাপতিত্ব করবেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ।
 
আয়োজক সূত্র জানায়, বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও তরুণ সমাজের সুপ্ত ও সৃজনশীল চিন্তা-চেতনার বিকাশে বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর জাতি গঠন আবশ্যক। আধুনিক বিজ্ঞানের সব সম্ভাবনার দ্বার উন্মোচন ও তৃণমূল পর্যায়ে বিজ্ঞান চেতনার প্রসার ও রূপকল্প-২০২১ বাস্তবায়নে বর্তমান সরকার গৃহীত নানামুখী পদক্ষেপের অংশ হিসেবেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত। বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শনীর পাশাপাশি মেলাকে আকর্ষণীয় করতে মেলার দ্বিতীয় দিন (শনিবার) বিকেল তিনটায় থাকবে বিজ্ঞানভিত্তিক উপস্থিত বক্তৃতা, চারটায় বিজ্ঞানভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা ও পাঁচটায় বিজ্ঞান ভিত্তিক সাধারণ জ্ঞান প্রতিযোগিতা।

বাংলাদেশ সময় : ২১১৪ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।