ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শ্রীমঙ্গলে আর্নিং অ্যান্ড লার্নিং বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৫
শ্রীমঙ্গলে আর্নিং অ্যান্ড লার্নিং বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অর্থায়নে ১৫ দিনব্যাপী আর্নিং অ্যান্ড লার্নিং বিষয়ক কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদ মোহাম্মদ সাইদুল হক।



এ সময় শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানু লাল রায় ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদক বিকুল চক্রবর্তী উপস্থিত ছিলেন।

এ প্রশিক্ষণে সহযোগী প্রশিক্ষক ছিলেন- মেহেদী হাসান, তারেক আহমেদ, সাইদা সিমু বেগম ও সাইদা ফিলু বেগম।
 
আর্নিং অ্যান্ড লার্নিং কম্পিউটার প্রশিক্ষণে ২০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।