ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

২০ লাখের প্রি-অর্ডারে ‘গ্যালাক্সি এস৬’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৫
২০ লাখের প্রি-অর্ডারে ‘গ্যালাক্সি এস৬’

স্পেনের বার্সেলোনায় সদ্য সমাপ্ত ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে’ স্যামসাং নতুন ফ্ল্যাগশীপ ‘গ্যালাক্সি এস৬’ প্রকাশের ঘোষণা দেয়। এর অন্য সংস্করণ গ্যালাক্সি এস৬ এজ।

মাত্র এক সপ্তাহ পার হতে না হতেই পণ্যটির রেকর্ড সংখ্যক প্রি-অর্ডার এসেছে।

দ্য কোরিয়ান টাইমস জানায়, গ্যালাক্সি সিরিজে আসা গ্যালাক্সি এস ফ্যামিলি এরইমধ্যে ২০ মিলিয়ন (২০ লাখ) প্রি-অর্ডার পেয়েছে যা প্রতিষ্ঠানের পণ্য বিপণনের ইতিহাসে বিশাল অর্জন।

২০ মিলিয়নের মধ্যে ১৫ মিলিয়নের অর্ডার গ্যালাক্সি এস৬ আর বাকি ৫ মিলিয়নের অর্ডার এসেছে বেশি দামের গ্যালাক্সি এস৬ এজ’এ।
পণ্যদুটির দাম যথাক্রমে ৭০০ ও ৮৫০ ইউরো।

কোরিয়ান বিশ্লেষকরা এগুলোর মূল বৈশিষ্ট্য বিবেচনা করে মন্তব্য করছে তাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দী হবে আইফোন ৬।   স্যামসাং মোবাইলের হেড জেকে সিন’র বিশ্বাস গ্যালাক্সি এস৬ ফ্যামিলির বিক্রি গ্যালাক্সি এস৫ এর তুলনায় অনেক বেশি হবে।

অন্যান্য প্রতিবেদেনে বলা হয়, স্যামসাং এর আগের সব মডেলের সাথে নতুন মডেলের ফলাফল তুলনা করলে প্রতীয়মান হয় সতিই এটা কোরিয়ান জায়ান্টের বড় সফলতা।

এস৬ এক ঝলক দেখেই অনেকেরই মত এটি অনেকটা আইফোন ৬ এর মতো। আর এস এজ অনন্য বলে বিবেচিত। এতে অসাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে দুই প্রান্তের বক্রাকার পর্দা অন্যতম এছাড়া আছে কিউএইচডি ডিসপ্লে, এক্সিনস ৭৪২০ এবং ৩ জিবি ৠাম।

গ্যালাক্সি এস৫ প্রকাশের এক মাসে বিক্রি হয়েছিল ১১ মিলিয়ন। আর গ্যালাক্সি এস৪ ৬ মাসে বিক্রি হয় ৪০ মিলিয়ন। সেই বিচারে ৭ দিনেই ২০ মিলিয়ন প্রি-অর্ডার যা নি:সন্দেহে প্রমাণ করছে এ বছর স্যামসাং মূল্যবান কিছু অর্জনের পথেই হাটছে।

বিশেষজ্ঞদের মতে, স্যামসাং গ্যালাক্সি এস৬ ফ্যামিলি যথোপযুক্ত বলেই ব্যাপক সংখ্যক গ্রাহকদের কাছে টানতে সক্ষম হয়েছে।

কোরিয়ান জায়ান্টের নতুন এই স্মার্টফোন এমডব্লিউসি ২০১৫’তে নতুন এবং ভালমানের হ্যান্ডসেটের মধ্যেও যায়গা করে নিয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।