ডিজিটাল অফিস ব্যবস্থাপনায় ডকুমেন্ট ব্যবহার ও সংরক্ষণে সবাই এখন নির্ভর করতে শুরু করেছেন ক্লাউড প্রযুক্তির ওপর।
এক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি থেকে নিরাপদ থাকার কৌশল নিয়ে বাংলাদেশে মাইক্রোসফট পণ্য ও সেবা পরিবেশক কম্পিউটার সোর্স দিনব্যাপী কর্মশালার আয়োজন করে।
এছাড়া কর্মশালায় উপস্থিত মাইক্রোসফট রিসেলারদের অনলাইনে অফিসের বিভিন্ন কাজে ‘অফিস ৩৬৫’ এর বিজনেস ভার্সনের নানান সুবিধা পাশাপাশি ব্যবহারের কিছু কৌশল শেখানো হয়।
কর্মশালাটি পরিচালনা করেন মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার টেকনলোজি অ্যাডভাইজার আবু সালেহ মুহাম্মাদ রাশেদুজ্জামান এবং কম্পিউটার সোর্সের মাইক্রোসফট পণ্য ব্যাবস্থাপক আবু তারেক আল কাইয়ুম তপন।
বাংলাদেশ সময়: ২৩৪৮ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৫