ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

৩৩৫০০ টাকায় ৩টি ভিন্ন রঙের নেটবুক

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১
৩৩৫০০ টাকায় ৩টি ভিন্ন রঙের নেটবুক

আসুস ই-পিসি ‘১০১৫পিডব্লিউ’ মডেলের নতুন নেটবুক এখন দেশেই পাওয়া যাচ্ছে। মূল পর্দা ১০.১ ইঞ্চি।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ মডেলের বহিরাবরনে আছে বৈচিত্রপূর্ণ কারুকাজ। এ মুহূর্তে গোলাপী, সোনালী এবং রক্তাভ এ ৩টি রঙে পাওয়া যাচ্ছে। ওজন ১.২৭ কেজি।

এ নেটবুকের বৈশিষ্ট্যের মধ্যে আছে ১.৫ গিগাহার্টজ গতির ইন্টেল অ্যাটম ডুয়ালকোর প্রসেসর, ১ জিবি ডিডিআর৩ র‌্যাম, ২৫০ জিবি হার্ডডিস্ক, ওয়েবক্যাম, ১০/১০০ ল্যান এবং মেমোরি কার্ড রিডার।

তারহীন যোগাযোগে আছে ওয়্যারলেস ল্যান (৮০২.১১বি/জি/এন), ব্লুটুথ ৩.০, ৩টি ইউএসবি পোর্ট এবং প্রকৃত উইন্ডোজ৭ স্টার্টার বিল্টইন অপারেটিং সিস্টেম।

এ মুহূর্তে দাম ৩৩ হাজার ৫০০ টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৯১৫৪৭৬৩৫৫, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ১৯০৪, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।