ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

টপ অন টপ :.

৯০ কোটি মোবাইল গ্রাহক নিয়ে চীন শীর্ষে!

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১১
৯০ কোটি মোবাইল গ্রাহক নিয়ে চীন শীর্ষে!

বিশ্বের প্রথম দেশ হিসেবে চীন ৯০ কোটি মোবাইল ফোন ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে। চীনের সরকারি সূত্র এ তথ্য জানিয়েছে।



গত মার্চ মাসের চীনের সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে নিবন্ধিত মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮৮ কোটি ৯০ লাখ।

এ মুহূর্তে চীনে মোবাইল ফোন ব্যবহারকারী প্রবৃদ্ধির হার অনুপাতে এ সংখ্যা আসন্ন মে মাসের যে কোনো দিন ৯০ কোটি ছাড়িয়ে যাবে।

চীনের শিল্প এবং তথ্যপ্রযুক্তিমন্ত্রী বরাত দিয়ে চলতি এপ্রিলের তৃতীয় সপ্তাহে এ তথ্য প্রকাশ করা হয়।

উল্লেখ্য, ২০০৯ সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী এ সংখ্যা ছিল ৬৭ কোটি। ২০১০ সালের মার্চে এসে এ সংখ্যা দাঁড়ায় ৭৭ কোটি ৬০ লাখে।

বিশ্বব্যাপী মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যাতত্ত্বের শীর্ষস্থান দখলের এ লড়াইয়ে ৭৯ কোটি ১০ লাখ ব্যবহারকারী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। গত ফেব্রুয়ারিতে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া এ তথ্য প্রকাশ করে।

সিটিআইএ সূত্র মতে, এ মুহূর্তে যুক্তরাষ্ট্রে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটি ৩০ লাখ।

উল্লেখ্য, ২০০৯ সালে চীনে থ্রিজি (থার্ড জেনারেশন) নেটওয়ার্কপ্রযুক্তি চালু করা হয়। চীনে থ্রিজি প্রযুক্তির মোবাইল ফোন চালু হওয়ার মাত্র তিন মাসের মাথায় দেশটিতে আরও ১৩ কোটি ৫০ লাখ নতুন গ্রাহক নিবন্ধিত হয়। এ ধারায় থ্রিজি নেটওয়ার্কের সুবাদে ২০১০ সালের মধ্যে চীনে আরও ৩৪ কোটি ৭০ লাখ নতুন মোবাইল ফোন গ্রাহক তৈরি হয়।

বেইজিংভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের সূত্র মতে, স্মার্টফোন এবং থ্রিজি নেটওয়ার্কের সমন্বয়ে চীন তার মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা বাড়াতে পেরেছে। উল্লেখ্য, চীনে ২০০৯ সালে ২ কোটি ১০ লাখ এবং ২০১০ সালে ৬ কোটি ২০ লাখ স্মার্টফোন বিক্রি হয়।

চীনের ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের সূত্র মতে, ২০১০ সালে চীনে ৩০ কোটি ৩০ লাখ মোবাইল ফোন ব্যবহারকারী হ্যান্ডফোনেই ইন্টারনেট ব্যবহারের সুবিধা উপভোগ করেছে।

বাংলাদেশ সময় ২১০১, এপ্রিল ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।