শরীয়তপুর: শরীয়তপুর সদর উপজেলা চত্বরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল ১১টার দিকে এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওহিদুজ্জামান।
উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম তফাদার, ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। এ মেলা ২২ মার্চ থেকে শুরু হয়ে ২৩ মার্চ পর্যন্ত চলবে। মেলায় ২০টি স্টল অংশ নিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫