ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাঙামাটিতে ফ্রিল্যান্সিং-আউটসোসিং প্রশিক্ষণ কোর্স শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫
রাঙামাটিতে ফ্রিল্যান্সিং-আউটসোসিং প্রশিক্ষণ কোর্স শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাঙামাটি: রাঙামাটি জেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে পক্ষকালব্যাপী ফ্রিল্যান্সিং ও আউটসোসিং প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ মিলনায়তনে এ কোর্সের উদ্বোধন করা হয়।



জেলা যুব উন্নয়ন অধিদফতরের উপ পরিচালক হাবিব উল্লাহর সভাপতিত্বে কোর্স উদ্বোধন করেন রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

এ সময় কর্মশালায় প্রশিক্ষণ কর্মকর্তা রেজাউল হকসহ প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান বলেন, তরুণ-তরুণীরা নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব উন্নয়ন অধিদফতর হতে প্রশিক্ষণ গ্রহণ করে স্বাবলম্বী হয়েছে।

তিনি আরো বলেন, মাত্র তিন হাজার টাকায় ফ্রিল্যান্সিং/আউটসোসিং প্রশিক্ষণ কোর্স আমাদের জেলার বেকার তরুণ-তরুণীরাদের জন্য একটি বড় প্রাপ্তি। এ প্রাপ্তি কাজে লাগিয়ে নিজেদেরকে আরো স্বাবলম্বী করে তুলতে পারলে পরিবার সমাজ তথা দেশের উন্নয়নে অবদান রাখতে পারবে।

কর্মশালা শেষে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর হতে পশুপালনের ওপর প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে প্রধান অতিথি সনদপত্র বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।