ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইরানে আবারও কমপিউটার ভাইরাস আক্রমণ

সাব্বিন হাসান | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১১
ইরানে আবারও কমপিউটার ভাইরাস আক্রমণ

ইরানের পারমাণবিক প্রকল্পের অগ্রগতি সম্পর্কে জানতে দফায় দফায় চলছে কমপিউটার ভাইরাস আক্রমণ। এবারে ছড়ানো ভাইরাসের নাম ‘স্টার’।



এরই মধ্যে স্টার ভাইরাস ছড়ানোয় সত্যতা ইরানের প্রশাসনিক পর্যায় থেকে স্বীকার করা হয়েছে। মাত্র ক’দিনের ব্যবধানে এটি ইরানে দ্বিতীয় দফায় পিসি ভাইরাস আক্রমণের ঘটনা।

উল্লেখ্য, ইরানের পারমাণবিক শক্তির গোপন দলিল হাতিয়ে নিতেই যুক্তরাষ্ট্র সুকৌশলে ‘স্টাক্সনেট’ ভাইরাস ছড়িয়ে ছিল বলে ইরানের সামরিক সূত্রে জানানো হয়।

এবারের ছড়ানো স্টার ভাইরাসের লক্ষ্যবস্তু হচ্ছে ইরানের নির্বাহী প্রশাসনিক অফিসে ব্যবহৃত কমপিউটারগুলো।

ইরানের সামরিক বিভাগের প্রধান গোলাম রেজা জলিল জানান, আরও কিছুটা সময় পর স্টার ভাইরাসের গোপন উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে এ ভাইরাস বড় ধরনের কোনো তথ্যগত ক্ষতিসাধন করতে পারেনি।

এ ভাইরাসের উদ্দেশ্য সম্পর্কে গোলাম রেজা জলিল জানান, সরকারি পর্যায়ের নির্বাহী অফিসারদের ব্যবহৃত কমপিউটার হচ্ছে স্টার ভাইরাসের লক্ষ্যবস্তু। তবে ভাইরাস ছড়ানো নেপথ্যে কে বা কারা জড়িত আছে তা এখনও সুনিশ্চিত হওয়া যায় নি।

ভাইরাস ছড়ানো এ ঘটনা ইরানের জন্য নয়। তবে কূটনৈতিক সম্পর্কের জটিলতার কারণে এ ধরনের আক্রমণের স্বীকার হচ্ছে ইরান। পারমাণবিক প্রকল্পগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতেই এসব ভাইরাস ছড়ানো হচ্ছে বলে দেশটির ইন্টারনেট নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে।

এরই মধ্যে স্টার ভাইরাস প্রতিহত করতে ইরানের সংশ্লিষ্ট মহলগুলো অ্যান্টিকোড ব্যবহারের পরামর্শ দিয়েছে। এছাড়া অ্যান্টিভাইরাস সচল রাখতেও পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় ২১৩৫, এপ্রিল ২৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।