ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মৌলভীবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫
মৌলভীবাজারে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মৌলভীবাজার: মৌলভীবাজারে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার পৌরসভা জনমিলন কেন্দ্রে এ মেলার উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী।



উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলার চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, জেলা শিক্ষা অফিসার সুবোধ চন্দ্র চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পঞ্চনন বালা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি মো. জাকারিয়া প্রমুখ।

মেলা মঙ্গলবার পর্যন্ত এ মেলা চলবে। এতে মোট ১৫টি স্টল বসেছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।