ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

তথ্য-প্রযুক্তি ব্যবহারে সারাদেশে সপ্তম সুনামগঞ্জ

ডিস্ট্রক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫
তথ্য-প্রযুক্তি ব্যবহারে সারাদেশে সপ্তম সুনামগঞ্জ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

সুনামগঞ্জ: তথ্য-প্রযুক্তি ব্যবহারে সুনামগঞ্জ জেলা প্রশাসন সারাদেশের মধ্যে সপ্তম এবং সিলেট বিভাগে প্রথম স্থান অর্জন করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যা ৭টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম এ তথ্য জানান।



তিনি জানান, সুনামগঞ্জের শিক্ষার হার সবচেয়ে কম।   জেলার শিক্ষার হার সামঞ্জস্যপূর্ণ করতে আরো কাজ করতে হবে।

তিনি বলেন, ‘স্কুলে বিদ্যা অর্জন, মঞ্চে গান, মাঠে খেলা ধুলা আর জমিতে ধান’ এ স্লোগানে হাওরবেষ্টিত  সুনামগঞ্জ শিক্ষায় দেশের মধ্যে শীর্ষে থাকবে। এজন্য সবাইকে যার যার অবস্থান থেকে একযোগে কাজ করতে হবে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় জেলা প্রশাসকের শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবজিৎ সিংহ এর পরিচালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সৈয়দ তাহের আলম মনসুর, কার্যনির্বাহী সদস্য দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সহ সভাপতি পঙ্কজ কন্তি দে, সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।