ঢাকা: পেনড্রাইভ সদৃশ বস্তু পকেটে নিয়ে ঘুরছেন। কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে ওই বস্তুটিই হয়ে উঠবে আপনার ডেক্সটপ বা ল্যাপটপ।
গুগল ও আসুসের যৌথ উদ্যোগে তৈরি ‘কম্পিউটার অন এ স্টিক’ পেনড্রাইভ সদৃশ বস্তুটি আপনার ডেক্সটপ বা ল্যাপটপের প্রয়োজন মেটাবে।
এ বিষয়ে গুগল তার ব্লগে জানায়, ক্রোম অপারেটিং সিস্টেম নির্ভর ‘আসুস ক্রোমবিট’ নামের পণ্যটি বাজারে আসবে চলতি বছরের মাঝামাঝিতে।
ক্যান্ডিবারের চেয়ে আকারে ছোট ‘আসুস ক্রোমবিট’র মূল্য একশ’ ডলারের কম হবে বলেও জানায় গুগল।
প্রতিষ্ঠানটি বলছে, যেকোনো ডিসপ্লেতে প্লাগইন করলেই বস্তুটি ডেক্সটপ বা ল্যাপটপের মতো কাজ করতে পারবে। সম্পূর্ণ আপডেট ভার্সনের এ ক্রোমবুক শিক্ষার্থী, ব্যবসায়ী সবার প্রয়োজন মেটাবে।
পণ্যটির বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়টি গুগল।
বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫