ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কম্পিউটার অন এ স্টিক!

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৫
কম্পিউটার অন এ স্টিক!

ঢাকা: পেনড্রাইভ সদৃশ বস্তু পকেটে নিয়ে ঘুরছেন। কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে ওই বস্তুটিই হয়ে উঠবে আপনার ডেক্সটপ বা ল্যাপটপ।

এখন প্রয়োজন শুধু ডিসপ্লে সংযোগ।

গুগল ও আসুসের যৌথ উদ্যোগে তৈরি ‘কম্পিউটার অন এ স্টিক’ পেনড্রাইভ সদৃশ বস্তুটি আপনার ডেক্সটপ বা ল্যাপটপের প্রয়োজন মেটাবে।

এ বিষয়ে গুগল তার ব্লগে জানায়, ক্রোম অপারেটিং সিস্টেম নির্ভর ‘আসুস ক্রোমবিট’ নামের পণ্যটি বাজারে আসবে চলতি বছরের মাঝামাঝিতে।

ক্যান্ডিবারের চেয়ে আকারে ছোট ‘আসুস ক্রোমবিট’র মূল্য একশ’ ডলারের কম হবে বলেও জানায় গুগল।

প্রতিষ্ঠানটি বলছে, যেকোনো ডিসপ্লেতে প্লাগইন করলেই বস্তুটি ডেক্সটপ বা ল্যাপটপের মতো কাজ করতে পারবে। সম্পূর্ণ আপডেট ভার্সনের এ ক্রোমবুক শিক্ষার্থী, ব্যবসায়ী সবার প্রয়োজন মেটাবে।

পণ্যটির বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়টি গুগল।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।