ঢাকা: ইলাইফ এস৭ নামে ভারতের বাজারে একটি হ্যান্ডসেট ছেড়েছে চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওনি। শনিবার (০৪ এপ্রিল) হায়দ্রাবাদে এক অনুষ্ঠানের মাধ্যমে হ্যান্ডসেটটি ছাড়া হয়।
৫.৫ মিলিমিটার পুরুত্বের ইলাইফ এস৭ হ্যান্ডসেটটি এ বছরের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি) উন্মুক্ত করে জিওনি।
হ্যান্ডসেটটির বিষয়ে জিওনির এক কর্মকর্তা বলেন, হ্যান্ডেসেটের স্লিমের ধারণাকে আরো এগিয়ে নেবে এস৭।
এস৭’র অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের র্সবশেষ ভার্সন ললিপপ ৫.০। এছাড়া ৫.২ ইঞ্চি পর্দার সুপার অ্যামোলেড ডিসপ্লের হ্যান্ডসেটটিতে ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস৩। আর ১.৭ গিগাহার্জ অক্টাকোর প্রসেসরের সঙ্গে ব্যবহার করা হয়েছে দুই জিবি ৠাম।
হ্যান্ডসেটটির মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল। এর অভ্যন্তরীণ ধারণক্ষমতা ১৬ জিবি। এস৭’র ব্যাটারি দুই হাজার সাতশ’ এমএইচ।
ভারতের বাজারের জন্য এর মূল্য নির্ধারণ করা হয়েছে চব্বিশ হাজার ৯৯৯ রুপি। সাদা, কালো ও নীল এ তিন রঙে পাওয়া যাবে জিওনি এস৭।
বাংলাদেশ সময়: ০৫২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৫
জেডএস