ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মহম্মদপুরে ডিজিটাল মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৫
মহম্মদপুরে ডিজিটাল মেলার উদ্বোধন ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

মাগুরা: মাগুরার মহম্মদপুরে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (০৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের আরএসকেএইচ ইনস্টিটিউশন মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।



উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসানের সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি ছিলেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহাদত হোসেন।

বিশেষ অতিথি ছিলেন- মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্বানী, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান,  স্থানীয় আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মতিউর রহমান, কাজী সালিমা হক মহিলা কলেজের অধ্যক্ষ আমিমুল হক, আরএসকেএইচ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক একেএম নাসিরুল ইসলাম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন- নতুন প্রজন্মের মধ্যে তথ্য-প্রযুক্তির সুফল ও ইতিবাচক ধারণা ছড়িয়ে দিতেই উপজেলা কেন্দ্রিক এ ধরনের মেলার গুরুত্ব তুলে ধর‍া হয়েছে।

মেলায় উপজেলার আটটি ইউনিয়নে তথ্য ও সেবাকেন্দ্রের স্টলসহ মোট ১৪টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় তথ্য-প্রযুক্তি বিষয়ক প্রদর্শনী ও বিভিন্ন সেবার তথ্য তুলে ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।