ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ই-কমার্সে ‘ব্যতিক্রম ডট কম’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
ই-কমার্সে ‘ব্যতিক্রম ডট কম’

ই-কমার্সে নতুন অভিজ্ঞতা দিতে সম্প্রতি যাত্রা শুরু করে ব্যতিক্রম ডট কম।

ম্যান, ওমেন, কিডস অ্যান্ড কেয়ার, টয়স অ্যান্ড গেম জোন,ফুড সেকশান এবং ইলেকট্রনিক্স নামের ভিন্ন ভিন্ন ক্যাটাগরির সমন্বয়ে তৈরি হয়েছে সাইটটি।



এসব ক্যাটাগরির অধীনে রয়েছে একাধিক সাব ক্যাটাগরি।

ফলে ক্রেতারা একই যায়গা থেকে খুঁজে নিতে পারবেন পছন্দের ক্যাটাগরির নানা ধরনের পণ্য-সামগ্রী।

অনলাইনে কেনাকাটায় উৎসাহিত করতে ব্যতিক্রম ডট কমে রয়েছে ক্যাশ অন ডেলিভারি, বিকাশ, ব্যাংক ট্রান্সফার, গিফট ভাউচার সহ নানা ধরনের সুবিধা। ক্রেতারা চাইলে তাদের কেনা পণ্য প্রতিষ্ঠানের নিজস্ব অফিস থেকে পিক করে নেয়ার সুযোগ পাবেন।

এছাড়া ক্রেতাদের সার্বক্ষণিক সেবা প্রদানে আছে ২৪/৭ হেল্প লাইন।

এর আকর্ষনীয় একটি দিক হলো প্রডাক্ট রিটার্নের সুযোগ।

প্রডাক্ট ডেলিভারির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই ফ্রি হোম বা ফ্রি অফিস ডেলিভারি দেয়া হলেও বিশেষ কিছু ক্ষেত্রে ডেলিভারি চার্জ প্রযোজ্য।

এক্ষেত্রে সিলেট সিটি কর্পোরেশনের ভেতরে ৫০ টাকা এবং সিলেট সিটি কর্পোরেশনের বাহিরে (দেশব্যাপী) চার্জ ৭০ টাকা।

এক দিনের মধ্যেও ডেলিভারি দিয়ে থাকে ব্যতিক্রম ডট কম, সেক্ষেত্রে ডেলিভারি চার্জ ১০০ টাকা।

দেশের মধ্যে ছাড়াও যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য, কানাডায় তারা পণ্য সরবরাহ করে থাকে।

বিস্তারিত জানতে ও যুক্ত থাকতে ভিজিট করতে হবে (www.betikrom.com এবং www.facebook.com/betikromcom) সাইটে।

বাংলাদেশ সময়:  ১৫১০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।