ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নতুন পরিচয়ে গ্লোবাল ব্র্যান্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
নতুন পরিচয়ে গ্লোবাল ব্র্যান্ড

দেশের অন্যতম শীর্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তিপণ্য ও সেবা পরিবেশক প্রতিষ্ঠান ‘গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লি:’ সম্প্রতি নতুন কর্পোরেট পরিচয় উন্মোচন করে। এখন থেকে প্রতিষ্ঠানটির নতুন লোগো দেখা যাবে।



‘Excellence’ ধারণার উপর ভিত্তি করে এই পরিবর্তন আনা হয়েছে।

১৯৯৬ সাল থেকে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পের বিভিন্ন শাখায় (ডেস্কটপ,ল্যাপটপ, অল-ইন-ওয়ান পিসি, থিংকপ্যাড, পেনড্রাইভ, মাদারবোর্ড, রাউটার, সফটওয়্যার, গ্রাফিক্স কার্ড, নেটওয়াকিং সহ বিভিন্ন প্রযুক্তি পণ্য) উৎকৃষ্ট কার্যকারিতার প্রমাণ বহন করে আসছে প্রতিষ্ঠানটি।

দীর্ঘ ১৯ বছর ধরে তথ্যপ্রযুক্তি শিল্পে তাদের অবদান।

নতুন এই কর্পোরেট পরিচয়ের মাধ্যমে প্রযুক্তিপণ্য ও সেবায় নতুন আত্মপ্রকাশ বলে মনে করছে প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, আসুস, লেনোভো, ব্রাদার, পান্ডা, এডাটা, এল.জি সহ ৩৬টি বিশ্বখ্যাত আইটি ব্র্যান্ডের বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।