দাপ্তরিক কাজে সহায়ক এইচপি ব্র্যান্ডের একটি পোর্টেবল পিসি দেশের বাজারে এনেছে কম্পিউটার সোর্স। বিজনেস ক্লাসের এই কর্পোরেট নোটবুকটি চতুর্থ প্রজন্মের ইন্টেল কোর আই ৫ প্রসেসর এবং এইচডি গ্রাফিক্স সমন্বিত।
ল্যাপটপটি ১.৭ গিগাহার্ডজ গতিতে কাজ সম্পাদনে সক্ষম। এতে রয়েছে ৪জিবি ৠাম এবং ৭৫০জিবি হার্ডডিস্ক।
হালকা গড়ন ও মসৃন অবয়বের টেকসই পিসিটির বিশেষ নিরাপত্তায় রয়েছে ফিঙ্গার প্রিন্ট রিডার যার মাধ্যমে আঙুলের ছোঁয়ায় পিসি লক ও আনলক করা যায়।
৬৪ বিট আর্কিটেকচারের যে কোনো অপারেটিং সিস্টেমে এটি সঞ্চালন করা যায়। এর কি-বোর্ডটি পানি প্রতিরোধক্ষম এবং টাচ প্যাডে রয়েছে স্ক্রল জোন ও অতিরিক্ত ১০টি টাচ স্ক্রিন পয়েন্ট।
আর ওয়েবক্যাম, ডিভিডি, ব্লু-টুথ, ইউএসবি, এইচডিএমআই পোর্ট সহ দরকারি সব সুবিধাতো আছেই।
৪ সেলের লিথিয়াম আয়ন ব্যাটারি থাকায় ল্যাপটপটির ব্যাকআপ সময় ৩ ঘণ্টার বেশি।
এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ এইচপি প্রোবুক ৪৪০ জি২ নোটবুকের সঙ্গে থাকাছে একটি ব্যাকপ্যাক, দাম ৫১ হাজার টাকা।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৫
এসজেডএম