ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এসরক’র এইচ৯৭এম প্রো ৪ এমএটিএক্স মাদারবোর্ড

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসরক’র এইচ৯৭এম প্রো ৪ এমএটিএক্স মাদারবোর্ড

এসরক ব্র্যান্ডের এইচ৯৭এম প্রো ৪ সিরিজের এমএটিএক্স মাদারবোর্ড দেশের বাজারে এনেছে কম্পিউটার সিটি টেকনোলজিস। মাদারবোর্ডটি ইন্টেলের ১১৫০ সকেটের ৫ম ও ৪র্থ প্রজন্মের কোর আই, সেলেরন, পেন্টিয়াম ও জিয়ন প্রসেসর সমর্থিত।



এছাড়া ২ টি ১৬০০ বাসের ডিডিআর ৩ ৠামসহ মোট ৩২ জিবি মেমোরি সমর্থন করে সলিড ক্যাপাসিটর ডিজাইনের মাদারবোর্ডটি।

বোর্ডটিতে রয়েছে একটি পিসিআই এক্সপ্রেস ৩, একটি পিসিআই এক্সপ্রেস ২ ও ২টি পিসিআই স্লট।

অন্যান্য বৈশিষ্ট্যে আছে গিগাবিট ল্যান, ৬টি সাটা৩, ৬টি ইউএসবি ৩ ও ৬টি ইউএসবি ২ পোর্ট এবং গ্রাফিক্স আউটপুট অপশন হিসেবে ডি-সাব, ডিভিআই-ডি, ও এইচডিএমআই পাওয়া যাবে মাদারবোর্ডটিতে। সর্বোচ্চ ভিডিও রেজ্যুলেশন ১৯২০ বাই ১২০০।

এলনা ক্যাপ সম্বলিত বোর্ডটি ৭.১ চ্যানেলের হাই ডেফিনিশন অডিও সাপোর্ট করে।
 
এসরক এমএটিএক্স মডেলটির বাজারমূল্য ১০ হাজার ৫’শ টাকা।

সরাসরি জানতে : ০২-৮৬৫০১৭৯-৮১।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।