ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতা

মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অনলাইন প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশগ্রহনে অভ্যস্থ করে তোলার লক্ষ্যে দেশের অনলাইন জাজিং সিস্টেম কোডমার্শাল এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এক কর্মসূচি হাতে নিয়েছে।

এই লক্ষ্যে শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৬টায় প্রথম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।



কোড মার্শালের প্রধান সমন্বয়কারী, আন্তর্জাতিক কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতার অন্যতম বিচারক মাহমুদুর রহমান এ বিষয়ে জানান, সরকারের আইসিটি বিভাগ এই বছর থেকে হাইস্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং প্রতিযোগিতার আয়োজন করছে। আমরা মনে করি, এটি একটি বিশাল পদক্ষেপ।
কোডমার্শাল প্লাটফর্মে বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে।

হাইস্কুল প্রতিযোগিতার আগ পর্যন্ত নিয়মিতভাবে এই অনলাইন কনটেস্টের আয়োজন করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের লজিস্টিক সন্বয়কারী কাব্য আহমেদ বলেন, এই প্রতিযোগিতার প্রতি পর্বে অংশগ্রহনকারী শিক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে পুরস্কৃত করা হবে।

আগ্রহী শিক্ষার্থীদেরকে প্রতিযোগিতায় অংশ নিতে https://algo.codemarshal.org/contests/nhspcdemo1 এ ঠিকানায় যেতে হবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।