আইওএস প্লাটফর্মে এ মাসেই আসছে হোয়াটসঅ্যাপ ভয়েস কলিং সুবিধা, একইসাথে এও ধারণা করা হচ্ছে এর অল্প কিছুদিন পর উইন্ডোজ ফোনেও পৌছবে বহু প্রত্যাশার ফিচারটি।
হোয়াটসঅ্যাপ সহ-প্রতিষ্ঠাতা ব্রায়ান অ্যাকটন অবশেষে আইওএস পণ্যের জন্য নতুন এ চমকের খবরটি প্রকাশ করে।
তবে এটি ডেস্কটপ ওয়েব অ্যাপ সক্ষম নয় এমন খবর ইতিমধ্যে ব্যবহারকারীদের কিছুটা নিরাশ করেছে।
বলা হচ্ছে, হোয়াটসঅ্যাপের এই কর্ম-পন্থা আবারও বেশ স্পষ্ট করল প্লাটফর্মের সীমাবদ্ধতার দিকটি।
যেটাই হোক ফিচারটির অপেক্ষায় রয়েছে অসংখ্য ব্যবহারকারী তাই এতে যে সুবিধায় থাকুক তাতেই খুশি থাকা উচিত বলে মনে করছে অনেকেই।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসজেডএম