ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

লজিটেক’র এমকে৩৪৫ কিবোর্ড-মাউস কম্বো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
লজিটেক’র এমকে৩৪৫ কিবোর্ড-মাউস কম্বো

সাধারণ কাজের পাশাপাশি কম্পিউটারে গেম খেলা ও গ্রাফিক্স ডিজাইন কাজের উপযোগী লজিটেক এমকে৩৪৫ কিবোর্ড-মাউস কম্বো দেশের বাজারে পাওয়া যাচ্ছে ।

নান্দনিক নকশা আর টেকসই কাঠামোর এই কি-বোর্ড ও মাউসটি এনেছে কম্পিউটার সোর্স।

এতে তারহীন প্রযুক্তি থাকায় পিসি বা ল্যাপটপে সংযুক্ত করতে কোনো ঝামেলা নেই। আলতোভাবে হাত রেখে কাজ করতে কি- বোর্ডটির সামনের দিকে রয়েছে প্রশস্ত ঢালু জায়গা।

কি-বোর্ডের প্রতিটি কি বেশ মসৃন এবং জড়তাহীন। এর ১২টি ফাংশন-কি’র মাধ্যমে ওয়েব ভিজিট ও মেইল চেক ছাড়াও পিসি নিয়ন্ত্রণ এবং মাল্টিমিডিয়ার কাজ করা যায়।

আর মাউসটি সহজেই হাতের তালুতে পুরে ১০ মিটার জায়গার মধ্যে ইচ্ছে মতো ব্যবহার করা যায়। মাত্র ১ ইঞ্চির মধ্যে ১০০০টি ডট শনাক্ত করতে সক্ষম এটি।

ফলে অন্যান্য কাজের পাশাপাশি গ্রাফিক্সের কাজও করা যাবে স্বাচ্ছন্দে। ডিভাইস দুটিতে অন-অফ সুইচ থাকলেও শক্তি অপচয় কমাতে রয়েছে স্লিপিংমুড।

ফলে একটি ব্যাটারি দিয়েই লাজিটেক এমকে৩৪৫ কম্বোর কি-বোর্ডটি তিন বছর এবং মাউসটি ১৮ মাস পর্যন্ত সেবা দিতে সক্ষম।

এর বাজারমূল্য পড়বে তিন হাজার ৩০০ টাকা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।