ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে জাপানি কোম্পানিতে কম্পিউটার প্রোগ্রামারদের চাকরির সুযোগ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
বাংলাদেশে জাপানি কোম্পানিতে কম্পিউটার প্রোগ্রামারদের চাকরির সুযোগ

বিশ্বের উন্নত দেশগুলোর সাথে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের আইটি শিক্ষার্থীরাও এগিয়ে যাচ্ছে। দেশি-বিদেশি বিভিন্ন আইটি কোম্পানিতে কর্মসংস্থানেরও সুযোগ করে নিচ্ছে তারা।



এরই ধারাবাহিকতায় জাপানসহ উন্নতবিশ্বে প্রযুক্তিনির্ভর শ্রমবাজারে বাংলাদেশি প্রোগ্রামারদের চাহিদা দিন দিন বাড়ছে।

সম্প্রতি জাপানের স্বনামধন্য কয়েকটি প্রতিষ্ঠান ড্যাফোডিল জাপান আইটি লিমিটেডের (ডিজেআইটির) সহায়তায় তাদের বাংলাদেশ অফিসের জন্য বেশ কিছু কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশের সদ্য আইটি গ্রাজুয়েট এবং আইটিতে চাকুরিরত অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা এজন্য আবেদন করতে পারবেন।   সরাসরি বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিয়োগপ্রাপ্তদের ৩৫০০০ টাকা থেকে ৭৫০০০ টাকা পর্যন্ত মাসিক বেতন এবং কোম্পানির নিজস্ব পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

পরবর্তীতে দেশে কাজের অভিজ্ঞতার আলোকে তাদের জাপান অফিসে চাকুরির সুযোগ রয়েছে।

আগ্রহীরা ৩ মে এর মধ্যে আবেদন করতে পারবেন।

আবেদন করতে এবং চাকুরি বিষয়ে বিস্তারিত জানা যাবে http://www.djit.ac/job
www.djit.ac এই ঠিকানায়।

শুরু থেকেই ডিজেআইটি জাপানসহ উন্নত বিশ্বে বাংলাদেশের আইটি শিক্ষার্থীদের উন্নত প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের সুযোগ করে দিতে কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।