ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ডিজিটাল প্রদর্শনী শুরু

ফজলে ইলাহী স্বপন, কুড়িগ্রাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, মে ৪, ২০১১
কুড়িগ্রামে ৩ দিনব্যাপী ডিজিটাল প্রদর্শনী শুরু

‘জনগণের দোরগোড়ায় সেবা’ স্লোগানকে সামনে রেখে বুধবার দুপুর ১২টায় কুড়িগ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘প্রথম কুড়িগ্রাম ডিজিটাল মেলা২০১১’।

কুড়িগ্রাম পলিটেকনিক ইনিস্টিটিউট প্রাঙ্গনে জেলা প্রশাসন আয়োজিত এ প্রদর্শনীর উদ্বোধন করেন এটুআই প্রোগ্রামের জাতীয় প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান।



কুড়িগ্রামে প্রথমবার এ ডিজিটাল প্রদর্শনী আগামী ৬ মে পর্যন্ত চলবে।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ জাফর আলী এবং কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার কাজী আবেদ হোসেন।

এ ডিজিটাল প্রদর্শনীতে অংশগ্রহণ করছে কুড়িগ্রাম জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর, যুব উন্নয়ন, টেকনিক্যাল স্বুল অ্যান্ড কলেজ, আরডিআরএস, গ্রামীণফোন, বাংলালিংক, রবি, সিটিসেল, বিটিসিএল, কমপিউটার প্রটোকল এবং কমপিউটার হ্যাভেনসহ ১৯টি প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময় ২২৫৫ ঘণ্টা, মে ৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।