ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

গাংনীতে ৩ দিনব্যাপী তথ্যপ্রযুক্তি প্রদর্শনী শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, মে ৫, ২০১১

মেহেরপুর: ‘তথ্যপ্রযুক্তি হোক দিন বদলের হাতিয়ার’ এ স্লোগান নিয়ে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী শুরু হয়েছে তথ্য ও প্রযুক্তি মেলা২০১১।

বৃহস্পতিবার সকালে র‌্যালি ও সমাবেশের পর প্রদর্শনীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বাবলু মিয়া, উপজেলা চেয়ারম্যান শফিকুল আলম, নির্বাহী কর্মকর্তা আবদুর রাজ্জাক, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান।



উদ্বোধনী র‌্যালিতে গাংনী পৌর শহরের সব স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। র‌্যালিটি উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মেলা চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগ আয়োজিত এ প্রদর্শনী আগামী ৭ মে পর্যন্ত চলবে। এ প্রদর্শনীতে তথ্যপ্রযুক্তি বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, এ সময় উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের তথ্য বাতায়নের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মে ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।