বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল ফরিদপুরে যৌথভাবে আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচেতনতা কর্মসূচি। রোববার স্থানীয় সরকারি রাজেন্দ্র কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মসূচিতে সেখানকার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ প্রায় পাঁচশ জন অংশগ্রহন করেন।
বিসিএস এর মহাসচিব নজরুল ইসলাম মিলনের সভাপতিত্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক কর্মসূচিটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মাহাবুবুর রহমান।
কর্মসূচির মূখ্য আলোচক ছিলেন বিশিষ্ট আইটি লেখক এবং সিসটেক ডিজিটাল লিঃ এর চেয়ারম্যান মাহবুবুর রহমান।
ডিজিটাল বাংলাদেশ, আউটসোর্সিং, কম্পিউটারের নানাবিধ কলাকৌশল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ডিজিটাল বাংলাদেশের পথে আমাদের অগ্রযাত্রা শীর্ষক ভিজুয়াল প্রেজেন্টেশন, ভিডিও ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন, ডিজিটাল শিক্ষাক্রম ও ডিজিটাল পাঠ্যপুস্তকের ধরন নিয়ে প্রাণবন্ত আলোচনা করেন তিনি।
এছাড়া ছিল প্রশ্নোত্তর পর্ব এবং কুইজ। প্রশ্ন দাতা এবং সঠিক উত্তর দাতাদের দেয়া হয় পুরষ্কার।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ০৪, ২০১৫
এসজেডএম