বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন ব্র্যান্ড হুয়াই মঙ্গলবার (৫ মে) রাজধানীর যমুনা ফিউচার পার্কে উদ্বোধন করল দ্বিতীয় এক্সপেরিয়েন্স স্টোর। হুয়াই ডিভাইস বাংলাদেশের ডিভাইস বিজনেস ডিরেক্টর ইংমার ওয়াং উপস্থিত থেকে এক্সপেরিয়েন্স স্টোরটি উদ্বোধন করেন।
হুয়াই ব্র্যান্ডের সবশেষ মডেলের স্মার্টফোন প্রদর্শনের পাশাপাশি এখানে গ্রাহকদের জন্য বিশেষজ্ঞ মতামতের ব্যবস্থা থাকছে। এক্সপেরিয়েন্স স্টোরটি একটি সার্ভিস কালেকশন পয়েন্ট হিসেবেও কাজ করবে যেখানে গ্রাহকরা তাদের হুয়াই ডিভাইস রিপেয়ার এবং সার্ভেসিং করে নেয়ার সুযোগ পাবে। এছাড়া থাকছে ইলেকট্রনিক পেমেন্টের ব্যবস্থা।
বাজারের অন্যান্য ব্র্যান্ড অনুযায়ী হুয়াইয়ের সবশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাবলেটগুলো পাওয়া যাবে তুলনামূলক কম দামে।
বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে হুয়াই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।
গত মাসে ঢাকার বসুন্ধরা সিটিতে প্রথম এক্সপেরিয়েন্স স্টোর চালু করে চীনের এই প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান। দেশের মোবাইল অপারেটর এবং ভোক্তা উভয় শ্রেনীর গ্রাহকদের জন্য হুয়াই মানসম্মত পণ্য ও সেবা দিচ্ছে।
দেশের বাজারে সম্প্রতি ব্র্যান্ডটি মেট সেভেন, অনার সিক্স এবং পি সেভেন নিয়ে এসেছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ০৫, ২০১৫
এসজেডএম