ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফ্রাইডে অফার :.

৮৫০০ টাকায় স্পিকারসহ আসুস এলসিডি মনিটর

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মে ৫, ২০১১
৮৫০০ টাকায় স্পিকারসহ আসুস এলসিডি মনিটর

আসুস ব্র্যান্ডের ভিএইচ১৯২সি মডেলের নতুন এলসিডি মনিটর। মূল পর্দা ১৮.৫ ইঞ্চির প্রশস্ত।

এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।

এ এলসিডি মনিটরে আছে ‘গ্রীণ পাওয়ার টেকনোলজি’ যা ২৮ ভাগ বিদ্যুৎসাশ্রয়ী। এছাড়াও আছে অ্যাডভান্স অপটিক্যাল ফ্লিম। এতে বিল্টইন স্টেরিও স্পিকার থাকায় আলাদা স্পিকারের প্রয়োজন হয় না।

এ মনিটরের বৈশিষ্ট্যের মধ্যে আছে ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল রেজ্যুলেশন, পিক্সেল পীচ ০.৩এমএম, আসুস স্মার্ট কন্ট্রাস্ট রেশিও, রেসপন্স টাইম ৫ মিলি সেকেন্ড এবং ১৬.৭ মিলিয়ন ডিসপ্লে কালার।

আসুস এসপ্লেন্ডিড ভিডিও ইন্টেলিজেন্স প্রযুক্তির এ মনিটরে আরও আছে ডি-সাব, ডিভিআই ভিডিও ইনপুট এবং মিনি জ্যাক পিসি অডিও ইনপুট পোর্ট। এ মুহূর্তে দাম ৮ হাজার ৫০০ টাকা। অনুসন্ধানে: গ্লোবাল ব্র্যান্ড। হ্যালো: ০১৭১৩২৫৭৯৩৮, ৮১২৩২৮১।

বাংলাদেশ সময় ২১৩৫ ঘণ্টা, মে ৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।