ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

একযুগ পূর্তিতে ই-সফটের বিভিন্ন সেবায় ৫০% ছাড়

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মে ১০, ২০১৫
একযুগ পূর্তিতে ই-সফটের বিভিন্ন সেবায় ৫০% ছাড়

সাফল্যের ধারাবাহিকতায় দীর্ঘ এক যুগ পার করলো দেশের অন্যতম তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ই-সফট। রাজধানীর এক রেস্টুরেন্টে ‍শনিবার আনুষ্ঠানিকভাবে ই-সফটের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।



দীর্ঘ এক যুগ পাশে থাকার জন্য প্রতিষ্ঠানের কর্ণধার ও বেসিসের পরিচালক আরিফুল হাসান অপু সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং বলেন, এ যাবত ই-সফট ৮০০ এর অধিক প্রতিষ্ঠানকে ওয়েব, ই-কমার্স সল্যুশন এবং নান ধরনের সেবা দিয়ে আসছে।

অনুষ্ঠানে একযুগ পূর্তি উপলক্ষে ডোমেইন, হোস্টিং ও অন্যান্য সেবায় ৫০ ভাগ পর্যন্ত ছাড় ঘোষণা করা হয়।

অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইজেএফ এর সভাপতি মুহম্মাদ খান। তিনি বলেন, চাহিদা অনুযায়ী ভোক্তাকে সেবা দিতে পারলে একটি প্রতিষ্ঠান অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে। ই-সফট যার একটি উদাহরণ।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মে ১০, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।