ঢাকা: ‘সবার জন্য ল্যাপটপ’ শ্লোগানকে সামনে রেখে আগামী বৃহস্পতিবার (১৪ মে) ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৫তম ল্যাপটপ মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
সোমবার (১১ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের এক্সিকিউটিভ লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ টেকনোলজিস লিমিটেডের জিএম সালমান আলী খান, টেকশহর.কমের প্রতিনিধি আল-আমীন দেওয়ান, ডেলের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান, এইচপি বাংলাদেশের কান্ট্রি বিজনেস ম্যানেজার ইমরুল হোসেন ভূঁইয়া, মেলার আহ্বায়ক নাহিদ হাসনাইন সিদ্দিকী।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা। মেলায় প্রবেশ টিকিটের মূল্য ৩০ টাকা। তবে মাধ্যমিক পর্যন্ত স্কুলের শিক্ষার্থীরা বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলার টাইটেল স্পন্সর টেকশহর.কম।
আয়োজকরা জানান, প্রথম ল্যাপটপ মেলায় ৬০৩টি ল্যাপটপ বিক্রি হয়েছিল। সর্বশেষ গতবারের মেলায় বিক্রি হয় ৪৩০০টি ল্যাপটপ। এ পরিসংখ্যান থেকেই বোঝা যায়, ল্যাপটপের প্রতি দর্শনার্থী ও ক্রেতাদের মধ্যে আগ্রহ বাড়ছে।
নাহিদ হাসনাইন সিদ্দিকী জানান, অ্যাপল, এসার, আসুস, ডেল, এইচপি, লেনোভো, তোশিবা, গিগাবাইট, অ্যাভিরা, জিওনিসহ বিশ্বের নামিদামি সব ব্র্যান্ড তাদের সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ নিয়ে মেলায় হাজির হবে।
মেলায় এসব পণ্য ব্যবহারের অভিজ্ঞতাও নিতে পারবেন প্রযুক্তিপ্রেমীরা। এক্সপো মেকার আয়োজিত মেলাগুলো প্রযুক্তিকে সবার কাছে তুলে ধরার ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে কয়েক বছর ধরেই।
এবারের মেলায় ৫০টি স্টল, ৭টি মিনি প্যাভিলিয়ন ও তিনটি প্যাভিলিয়নের দেশি-বিদেশি প্রযুক্তি নির্মাতা ও বিক্রেতা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
আয়োজকরা জানান, মেলার টিকিট থেকে আয় করা অর্থের ২৫ শতাংশ নেপালের ক্ষতিগ্রস্তদের দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ১১, ২০১৫
আইএইচ/জেডএস