মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টে ২৫ শতাংশ ছাড় ঘোষণা করেছে দেশিয় মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান রেভারি ল্যাব মিমোসা।
প্রতিষ্ঠানের চার বছরপূর্তি উপলক্ষে অফারটি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর নাসিমা আক্তার নিশা।
গত চার বছরে অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মে ৭৫টিরও বেশি অ্যাপ্লিকেশন তৈরি করে রেভারি।
যার মধ্যে হাউ টু ওয়্যার এ শাড়ি, ম্যাচ মেকার, রক অ্যান্ড রোল, উন্মাদ, ফ্লপি বার্ড, পোসড এগগ, ক্যানভাস, এস্কেপবোর্ট, ক্রিকেট রেকর্ড-২০১১, হাউ মাচ ইউ নো বাংলাদেশ, ডেথ কিস, হলিউড ম্যানিয়াসহ বেশকিছু অ্যাপস দেশ ও দেশের বাইরে সুনাম কুড়িয়েছে।
এরই ধারাবাহিকতায় দেশের তথ্যপ্রযুক্তির উন্নয়নে এ কার্যক্রম বলেন নাসিমা আক্তার নিসা। অফারটি চলবে ৩১ জুলাই পর্যন্ত।
মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ছাড়াও ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ স্টোর সার্ভিস, মোবাইল অ্যাপ মার্কেটিং, অ্যাপ স্টোর রিচার্স নিয়ে কাজ করছে রোভারি ল্যাবে মিমোসা।
আগ্রহীরা ব্যক্তিগত অথবা প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় ও পছন্দের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে যোগাযোগ করতে পারেন এই mimosalab@gmail.com ঠিকানায়।
এছাড়া তাদের অন্যান্য অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত জানতে ভিচিট করুন www.reveriegroup.com I www.facebook.com/ReverieLabMimosa ঠিকানায়।
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, মে ১৪, ২০১৫
এসজেডএম