ঢাকা: এস৬০ নামে দুই সিম ব্যবহার সুবিধাসম্পন্ন নতুন একটি স্মার্টফোন এনেছে চীনভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান লেনোভো। সোমবার (১৮ মে) ভারতের বাজারে হ্যান্ডসেটটি উন্মুক্ত করা হয়েছে।
অপারেটিং সিস্টেমে অ্যান্ড্রয়েডের ৪.৪ কিটক্যাট ভার্সন ব্যবহার করা হলেও ললিপপ ৫ ভার্সন পর্যন্ত আপগ্রেডযোগ্য বলে এক বিবৃতিতে জানিয়েছে লেনোভো।
৫ ইঞ্চি পর্দার এস৬০’র প্রসেসর ১.২ গিগাহার্জ কোয়াডকোর, ৠাম ২ গিগাবাইট। হ্যান্ডসেটটির অভ্যন্তরীণ ধারণক্ষমতা ৮ গিগাবাইট হলেও তা ৩২ গিগাবাইট পর্যন্ত বাড়ানো সম্ভব।
এর মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল। ব্যাটারির ধারণক্ষমতা দুই হাজার একশ’ ৫০ এমএএইচ।
ভারতের বাজারে হ্যান্ডসেটটির মূল্য নির্ধারণ করা হয়েছে বারো হাজার নয়শ’ ৯৯ রুপি।
বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মে ১৮, ২০১৫
জেডএস