ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘অফিস ৩৬৫’ নিয়ে কর্মশালা

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মে ১৯, ২০১৫
‘অফিস ৩৬৫’ নিয়ে কর্মশালা ছবি: সংগৃহীত

ডিজিটাল অফিস ব্যবস্থাপনায় ডকুমেন্ট ব্যবহার ও সংরক্ষণে অনেকেই এখন নির্ভর করতে শুরু করেছে ক্লাউড প্রযুক্তির ওপর। এক্ষেত্রে বিদ্যমান ঝুঁকি থেকে নিরাপদ রাখতে মাইক্রোসফট ৩৬৫-তে আছে বেশ কিছু অতিরিক্ত ফিচার।

পেশাজীবিদের জন্য স্কাইপ ফর বিজনেস, সোশ্যাল নেটওয়ার্ক ইয়ামার, মেইল সিংক ও কন্টাক্ট ক্যালেন্ডার করতে ডেলভি।

এসব টুলস একজন পেশাজীবির কাজ যেমন সহজ করে তেমনি তাকে নিরাপদ রাখে।

বাংলাদেশে মাইক্রোসফট পণ্য ও সেবা পরিবেশক কম্পিউটার সোর্স আয়োজিত গাজীপুরের রাজেন্দ্রপুর ইকো রিসোর্টে দুই দিনব্যাপী বুট ক্যাম্পে শেষ দিন অফিস ৩৬৫ নিয়ে কর্মশালায় এসব তুলে ধরা হয়।  

অনলাইনে অফিসের বিভিন্ন কাজে ‘অফিস ৩৬৫’ এর নানান সুবিধা সম্পর্কে আলোচনার পাশাপাশি ব্যবহারের কিছু কৌশলও শেখানো হয় উপস্থিত মাইক্রোসফট রিসেলারদের।

কর্মশালাটি পরিচালনা করেন মাইক্রোসফট বাংলাদেশের পার্টনার টেকনলোজি অ্যাডভাইজার আবু সালেহ মুহাম্মাদ রাশেদুজ্জামান, এন্টি-পাইরেসি বিভাগের ব্যবস্থাপক শারমিন চৌধুরী, এবং কম্পিউটার সোর্সের মাইক্রোসফট পণ্য ব্যাবস্থাপক আবু তারেক আল কাইয়ুম তপন ও সহকারী পণ্য ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মে ১৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।