ঢাকা: তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট অস্ট্রেলিয়া ২০১৫’-এ প্রথমবারের মতো অংশ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
বুধবার (২০ মে) প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে অলিম্পিক পার্কে বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি বিষয়ক এ মেলা অনুষ্ঠিত হয়।
প্রথমবারের মতো মেলায় অংশ নিয়ে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, এরই মধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপের বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের একটি ভালো অবস্থান তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার বাজারেও বাংলাদেশের আইটি খাতের বড় সম্ভাবনা রয়েছে। সিবিট অস্ট্রেলিয়ায় অংশ নেওয়ার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রচার ও প্রসার ঘটবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় এ মেলায় বেসিসের সদস্য কোম্পানি বিয়ন্ড টেকনোলোজিস, বিটস সল্যুশন লিমিটেড, ডিভাইন আইটি লিমিটেড, ডাটাবেজ সফটওয়্যার লিমিটেড ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশ হাইটেক পার্ক অংশ নেয়। বেসিসের অপর সদস্য প্রতিষ্ঠান উইনটেল লিমিটেড ভিজিটর হিসেবে মেলায় অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মে ২০, ২০১৫
পিআর/এসএন/জেডএস