ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আর৭ ও ৭ প্লাস উন্মুক্ত করলো অপো

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, মে ২০, ২০১৫
আর৭ ও ৭ প্লাস উন্মুক্ত করলো অপো

ঢাকা: ২০১৪ সালের অক্টোবরে বিশ্বের সবচেয়ে পাতলা হ্যান্ডসেটটি এনেছিল চীনের হ্যান্ডসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠ‍ান অপো। আর৫ নামে বিশ্বব্যাপী ওই হ্যান্ডসেটটির ব্যাপক জনপ্রিয়তার পর এবার আর৭ ও ৭ প্লাস নামে আরো দু’টি হ্যান্ডসেট উন্মুক্ত করলো প্রতিষ্ঠানটি।



বুধবার (২০ মে) বেইজিংয়ে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে হ্যান্ডসেট দু’টি উন্মুক্ত করে অপো।  

মেটাল বডির ২.৫ডি গ্লাস কভার ফ্রন্ট প্যানেলের হ্যান্ডসেট দু’টির ডিজাইনের নাম দেওয়া হয়েছে ‘ভায়োলিন আর্ক’। ভবিষ্যতে আর৭ প্লাসের প্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সংযুক্ত করা হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
 
অ্যান্ড্রয়েড ভার্সন, পর্দার আকার, অভ্যন্তরীণ ও ব্যাটারির ধারণক্ষমতা, ওয়াই-ফাই কানেকটিভিটি ছাড়া হ্যান্ডসেট দু’টির সবকিছুই একই।

আর৭’র এর পর্দা ৫ ইঞ্চি হলেও ৭ প্লাসের পর্দা ৬ ইঞ্চি। তবে আর ৭’র প্রসেসর ১.৫ গিগাহার্জ কোয়াডকোর। যেখানে ৭ প্লাসের পর্দা ১ গিগাহার্জ।

হ্যান্ডসেট দু’টিরই ৠাম ৩ গিগাবাইট হলেও আর৭’র অভ্যন্তরীণ ধারণক্ষমতা ১৬ গিগাবাইট, ৭ প্লাসের ধারণক্ষমতা ৩২ গিগাবাইট।

অপো আর৭’র অপারেটিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েডের ৪.৪ ভার্সন। আর অ্যান্ড্রয়েডের ৫.১ ভার্সনে চলবে ৭ প্লাস।

দুই সিমের হ্যান্ডসেট দু’টির মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল।

আগামী জুনের মাঝামাঝিতে বাজারে পাওয়া যাবে আর৭। অন্যদিকে অগাস্টের আগে প্রযুক্তিপ্রেমীরা আর৭ প্লাস হাতে পাবেন না বলে জানিয়েছে অপো।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, মে ২০, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।