ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রবীন্দ্র মেলায় সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, মে ৮, ২০১১
রবীন্দ্র মেলায় সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ

চ্যানেল আই আয়োজিত রবীন্দ্র মেলায় সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ করেছে গোল্ডেন বাংলাদেশ। দিনব্যাপী এ মেলায় সংস্থার স্বেচ্ছাসেবকরা প্রায় ৪০০ ভোট সংগ্রহ করে।



চ্যানেল আই’র তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এ মেলায় দেশ বরেণ্য এবং গণ্যমান্য ব্যক্তিরা ছাড়াও দর্শনার্থীরা ভোট প্রদান করেন।

এ মেলায় উপস্থিত হয়ে ভোট দিয়েছেন ডেইলি সান সম্পাদক ড. সৈয়দ আনোয়ার হোসেন, অভিনেত্রী আফরোজা বানু এবং মিডিয়া ব্যক্তিত্ব জাহাঙ্গীর আলম।

গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, আগামী নভেম্বরে এ প্রতিযোগিতার ভোট গ্রহণ শেষ হবে। এজন্য বেশি বেশি ভোট সংগ্রহের উদ্যোগ ও কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময় ২২১০ ঘণ্টা, মে ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।