ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সনির অভিযোগ আমলে নিল না হ্যাকার

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, মে ৮, ২০১১

অনলাইনের পুরোটা জুড়েই আজ হ্যাকরাদের দৌড়াত্ব। সনির গেমিং কনসোল প্লেস্টেশনে ফাঁদ পেতে ব্যক্তিতথ্য হাতিয়ে নেওয়ায় এবার অভিযুক্ত হয়েছে ছদ্দবেশী একদল হ্যাকার।



কিন্তু এবারে অনলাইন হ্যাকাররা এ আক্রমণের সঙ্গে জড়িত থাকার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে। পাল্টা তারা সনির কারিগরি দূর্বলতা দূষেছেন।

উল্লেখ্য, ৭ কোটি ৭০ লাখ প্লেস্টেশন গ্রাহকের ব্যক্তিতথ্য চুরির অভিযোগ তুলেছে সনি। এরই মধ্যে তথ্য গোপনকারী দলকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছে সনি সূত্র।

তবে অ্যানোনিমাস ব্লগে প্রকাশ, অভিযুক্ত হ্যাকার দলটি সংগঠিত। কিন্তু এ কাজটি তারা করেনি। অন্যদিকে শীর্ষ এ ইলেকট্রনিক্স পণ্যনির্মাতা গ্রাহকদের তথ্যগত ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দিয়েছেন।

উল্লেখ্য, এ সপ্তাহের শুরতেই সনি ইউএস কংগ্রেসকে হ্যাকারদের জড়িত থাকার বিষয়ে লিখিত অভিযোগ পাঠিয়েছিল।

বাংলাদেশ সময় ২৩০৩, মে ৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।