চীনের মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিওনি সম্প্রতি বাংলাদেশের বাজারে স্লিম স্মার্টফোন হিসেবে পরিচয় করিয়ে দেয় ‘ইলাইফ এস৭’কে।
অ্যান্ড্রয়েড ওএস চালিত এ ফোনটি স্বল্প মূল্যের মাঝে উচ্চ মানসম্পন্ন।
এছাড়া এতে জিওনির নিজস্ব অপারেটিং সিস্টেম এমিগো ৩.০ রয়েছে।
কর্ণিং গোরিলা গ্লাস ৩ দিয়ে তৈরি ইলাইফ এস৭ পাওয়া যাচ্ছে দুইটি রঙে। ফোনটির সামনের দিক ফুল হাই ডেফিনেশনের ৫.২ ইঞ্চি ডিসপ্লে। এর ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরাটি লেন্স ডিসপ্লের উপরে অবস্থিত।
ইলাইফ এস৭-এর মূল ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। ফিচারগুলোর ভেতর ক্যামেরা অন্যতম। কারণ এর লেন্স অন্যান্য মোবাইলের লেন্স থেকে প্রশস্ত এবং স্বল্প আলোতেও সমান কার্যকর।
এতে ১৪ ঘন্টা পর্যন্ত চার্জ থাকে, আর ৮ থেকে ৯ ঘন্টা পর্যন্ত একটানা ভিডিও চলে। এছাড়া প্রি-ইন্সটলড পাওয়ার সেভার অ্যাপ নিশ্চিত করে ফোনটির ব্যাটারির দীর্ঘস্থায়িত্ব।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসজেডএম