ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইসিটি প্রশিক্ষণে ৭০ শতাংশ পর্যন্ত বৃত্তি

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মে ২৩, ২০১৫
আইসিটি প্রশিক্ষণে ৭০ শতাংশ পর্যন্ত বৃত্তি

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি স্বল্পমেয়াদী কর্মমুখী আইসিটি শিক্ষা একজন মানুষকে আতœনির্ভরশীল করে গড়ে তুলতে পারে। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের অন্যতম চাকরিদাতা প্রতিষ্ঠান জবসবিডি ডট কম এবং ড্যাফোডিল ফাউন্ডেশন আইসিটি র্শিক্ষা প্রসারে তৃতীয়বারের মতো বৃত্তি ঘোষণা করেছে।



যা বেকার যুবক/যুব মহিলাদেরকে দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী এবং দক্ষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে।

এই বৃত্তি প্রকল্পের আওতায় মোট ৩০০ শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মোট খরচের সার্বোচ্চ ৭০% পর্যন্ত বহন করবে ড্যাফোডিল ফাউন্ডেশন।  

সল্প ও দীর্ঘ মোয়াদী কোর্সগুলো: সিসিএনএ, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, অ্যাডভান্সড মাইক্রোসফট এক্সেল, অনলাইন আউটসোর্সিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, জাভা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডাটাবেজ ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট,লিনাক্স, কম্পিউটার হার্ডওয়্যার নেটওয়ার্ক, গ্রাফিক্স ডিজাইন, থ্রিডি অ্যানিমেশন, কম্পিউটার সফট্ওয়্যার ডেভেলপমেন্ট ইন মাইক্রোসফ্ট প্লাটফর্ম, এবং মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট।

অনলাইনে আবেদেন ও বিস্তারিত জানতে http://scholarship.jobsbd.com/

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।