ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ফেসবুকে উচ্চারণ’র কার্যক্রম

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ২৩, ২০১৫
ফেসবুকে উচ্চারণ’র কার্যক্রম

বাংলা উচ্চারণ শেখার ইসকুল "উচ্চারণ"। ছোটদের প্রশিক্ষন কোর্সে এখানে সর্বোচ্চ ১৫ থেকে ৩০ শতাংশ ছাড় দেয়া হচ্ছে।



মিরপুরে "উচ্চারণ" এর ১৭ তম ব্যাচে এবার প্রশিক্ষনের বিষয় নির্ধারণ করা হয়েছে সুন্দর করে কথা বলা, আবৃত্তি এবং বাংলা শুদ্ধ উচ্চারণ। এক বছর মেয়াদী এই কোর্সে ১ম শ্রেনী থেকে ৯ম শ্রেনীর ৩০জন শিক্ষার্থী অংশ নেয়ার সুযোগ পাবে।

এছাড়া বাংলা উচ্চারণ সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে উচ্চারণ-এর ফেসবুক গ্র“প ও পেইজে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আহ্বায়ক তানভীর খন্দকার বলেন, সময়ের সাথে তাল মিলিয়ে ইন্টারনেটের মাধ্যমে সবার কাছে বাংলা উচ্চারণ সংক্রান্ত নানা তথ্য ও জটিলতার সমাধান দিতেই উচ্চারণ কর্মীদের এই উদ্যোগ।

সংগঠনটির ছোট ও বড়দের আবৃত্তি দলের কর্মী সংগ্রহের জন্যও বেছে নেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমকে।

আগ্রহীরা নাম নিবন্ধনের জন্য https://www.facebook.com/groups/uchcharan ছবিসহ নাম, বর্তমান ঠিকানা, মেইল এড্রেস, মোবাইল নম্বর, ও বয়স লিখে পাঠাতে হবে।

সরাসরিও যোগাযোগ করা যাবে (০১৯৭১-২১০২৫২)।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ২৩, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।