ঢাকা: ভারতে ইন্টারনেট.ওআরজি’র ৮ লাখ ব্যবহারকারী রয়েছে বলে জানিয়েছে সামাজিক যোগোযোগের অন্যতম মাধ্যম ফেসবুক। নিজস্ব সেবাসহ বিভিন্ন সেবা ব্রাউজ করার জন্য মোবাইল ফোনভিত্তিক ফ্রি ইন্টারনেট সেবা দিচ্ছে ফেসবুকের অ্যাপ ইন্টারনেট.ওআরজি।
রিলায়েন্স কমিউনিকেশনের মাধ্যমে ভারতজুড়ে ত্রিশটি ওয়েবসাইটে ৮ লাখ ব্যবহারকারী ফ্রি ইন্টারনেটের এ সুবিধা পাচ্ছেন।
এ বিষয়ে ফেসবুকের এক কর্মকর্তা জানান, ভারতজুড়ে এরইমধ্যে আমরা ৮ লাখ ব্যবহারকারী পেয়েছি। অনেক মানুষকে প্রথমবারের মতো ইন্টারনেটের সঙ্গে সংযোগ করছে ইন্টারনেট.ওআরজি।
ব্যবহারকারীদের ২০ শতাংশের মতো ইন্টারনেট.ওআরজি’র মাধ্যমে প্রথমবার ইন্টারনেট ব্যবহার করছেন বলেও জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
চলতি মাসের শুরুতে ইন্টারনেট.ওআরজি প্লাটফর্ম উন্মুক্ত করে ফেসবুক। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ এটি উন্মুক্ত করার ঘোষণা দেন। প্লাটফর্মটি মুক্ত ইন্টারনেটের মৌলিক নীতি বাধাগ্রস্ত করবে বলে এ নিয়ে অনেক সমালোচনা হয়।
বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ২৬, ২০১৫
জেডএস