পুরো ক্রিকেট বিশ্বকাপ জুড়ে পেপসি'র 'মওকা' বিজ্ঞাপন ছিল আলোচনা-সমালোচনার তুঙ্গে। ভারতের কিছু ক্রিকেট ভক্ত এই বিজ্ঞাপনের রিমেক তৈরী করে।
বাংলাদেশ-ভারত হোম সিরিজকে সামনে রেখে এবার 'মওকা' বিজ্ঞাপনের বিপরীতে বিজ্ঞাপন তৈরী করল দেশের অনলাইন ও অফলাইন ব্যাগ বিক্রয়কারী প্রতিষ্ঠান 'ব্যাগপ্যাকার্স (www.bagpackersbd.com)।
প্রতিষ্ঠানের কর্ণধার রিয়াজ আহমেদ বাবু এ বিষয়ে বলেন, হলুদ-কালো আমাদের 'ব্র্যান্ড কালার'। তারই ধারাবাহিকতায় এবার নতুন ব্যানার প্রকাশ করা হয়েছে। এটি শুধু ব্যানারই নয়, বরং এক রকম প্রতিবাদ। তার মতে, এটি সাহসী এক উদ্যোগ, সেদিক থেকে ব্যাগপ্যাকার্স ভিন্নতার পরিচয় দিয়েছে।
গত বিশ্বকাপে পেপসি 'মওকা মওকা' শব্দ ব্যবহার করে বেশ কিছু বিজ্ঞাপন তৈরি করেছিল। তারই প্রতিবাদ হিসেবে ব্যাগপ্যাকার্স তৈরি করেছে "ব-এ বাংলাদেশ, আসলেই বাঘ, ভ-এ ভারত, মওকা আছে ভাগ’।
তিনি দৃঢ়ভাবে বলেন, এই বিজ্ঞাপনের মতোই ভারতীয় দল এই সিরিজে বাংলাদেশের টাইগারদের কাছে হোয়াইট ওয়াশ হয়ে 'ভাগবে'।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এসজেডএম