‘জানুক সবাই, দেখাও তুমি’ স্লোগানে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে আগ্রহী করে তুলতে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৫’।
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে শুক্রবার (২৯ মে)।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের এই প্রতিযোগিতায় অংশ নেবে দেশব্যোপী অনুষ্ঠিত আঞ্চলিক প্রতিযোগিতার বিজয়ীরা।
যার মধ্যে রয়েছে ৮০৩ জন (আইসিটি কুইজ), ১৯০ জন (প্রোগ্রামিং)।
২৯ মে সকালে বুয়েটের সিএসই বিভাগে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে বিকেল ৪ টা পর্যন্ত চলবে সমাপনী পর্ব।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আইসিটি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ সহ অনেকে উপস্থিত থাকবেন এ আয়োজনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক রাবেয়া একরাম।
প্রসঙ্গত, গত ৮ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ‘ঢাকা মহানগর আঞ্চলিক পর্ব’ দিয়ে শুভ সূচনা হয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতার।
রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, ঢাকা মহানগর ও ঢাকা বিভাগে (গোপালগঞ্জ) অনুষ্ঠিত হয় আঞ্চলিক পর্বগুলো।
রবি আজিয়াটা লিমিটেড ও আনোয়ার ইস্পাত প্রতিযোগিতার পৃষ্ঠপোষক। সহযোগিত হিসেবে রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) ও ধাঁনসিড়ি কমিউনিকেশন এবং একাডেমিক সহযোগিতায় কোডমার্শাল ও দ্বিমিক কম্পিউটিং স্কুল,টিভি পার্টনার আরটিভি।
প্রতিযোগিতার বিস্তারিত জানা যাবে www.nhspc.org Ges www.facebook.com/nhspcbd এই ঠিকানায়।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মে ২৭, ২০১৫
এসজেডএম