চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত ছয় মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণের সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (০১ জুন) সকালে চান্দিনার অক্সফোর্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার মিলনায়তনে শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি চান্দিনা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বক্সী।
প্রতিষ্ঠানের পরিচালক রণবীর ঘোষ কিংকরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল-মামুন, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, চান্দিনা প্রেসক্লাব সভাপতি কাজী রাসেদ, সাংবাদিক মামুনুর রশিদ সরকার ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক কমল বক্সী প্রমুখ।
অনুষ্ঠানে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে কারিগরি বোর্ডের অধীনে এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যথাযথ ভূমিকা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এএটি/পিসি