ঢাকা: আউটসোর্সিং পেশাজীবীদের জন্য ইআরকিউ (এক্সপোর্টার রিটেনশন কোটা) অ্যাকাউন্ট চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
এ সেবার মাধ্যমে আউটসোর্সিং পেমেন্ট হিসেবে অভ্যন্তরীণ রেমিটেন্স আয় করা যাবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গুলশান কার্যালয়ে সোমবার (৮ জুন) এ সেবার উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় উপস্থিত ছিলেন স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর সিইও আবরার এ আনোয়ার, হেড অব রিটেইল ক্লায়েন্ট আদিত্য মান্ডলই এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর প্রেসিডেন্ট শামীম আহসান ।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, জুন ৮, ২০১৫
এসই/কেএইচ/