ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

মিউজিক শুনতে ‘রেডিও ২০০৮ ডট কম’

আইসিটি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, জুন ৯, ২০১৫
মিউজিক শুনতে ‘রেডিও ২০০৮ ডট কম’

অনলাইন রেডিও ‘রেডিও ২০০৮ ডট কম’ radio2008.com। চলতি পথে ভ্রমনকারীদের জন্য এটি বিনোদন সঙ্গী।

এখানে অন্যান্য রেডিওর মতো গান শোনার পাশাপাশি অডিও এবং ভিডিওর আর্কাইভও দেখা যায়। এছাড়া আর্কাইভে থাকা সেসব অডিও, ভিডিও যেকোনো সময় নিজের ইচ্ছেমতো চালাতে পারবেন ব্যবহারকারীরা।

রেডিওতে শুধু গান নয় ভিডিও দেখারও সুযোগ করে দিতে তৈরি হয়েছে রেডিও ২০০৮। যেজন্য অন্যসব অনলাইন রেডিও থেকে এটি ব্যতিক্রম বলে মনে করে এর উদ্যোক্তা।
   
রেডিও ২০০৮’এ উপভোগ এখানেই সীমাবদ্ধ নয়। ব্যবহারকারীরা নিজের মোবাইল থেকেও ২০০৮-এ ডায়াল করে আর্কাইভে থাকা গানসহ যাবতীয় কনটেন্টগুলো শুনতে পারবেন।

গান ছাড়াও এখানে বিভিন্ন অঙ্গনের জনপ্রিয় সব তারকাদের ব্যক্তিগত জীবনের সাক্ষাৎকার অডিও এবং ভিডিও উভয় ফর্মেটে পাওয়া যাবে । এসব সাক্ষাৎকার অনলাইনে দেখা বা শোনার পাশাপাশি মোবাইল থেকেও ২০০৮ এ ডায়াল করে শুনতে পারবেন।

উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম রেডিও ২০০৮ শিল্পীদের সব গান নিজেরা কিনে নিয়ে স্বত্ত্বস্বরুপ প্লে করছে। এখানে আর্কাইভে থাকা সব কনটেন্টর কপিরাইট রেডিও ২০০৮ এর।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জুন ০৯, ২০১৫
এসজেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।